ডেস্ক রিপোর্টঃ দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ হেলাল তালুকদার ৪৭ নং ওয়ার্ড এর নিজ অফিসে বিএনপির দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীদের মিষ্টিমুখ করানোর মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করেছেন। সেই সাথে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে দক্ষিণখান থানার সর্বস্তরের জনসাধারন ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নববর্ষ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও মানবতার এক অপূর্ব মিলনমেলা। এটি কেবল একটি ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়া নয়, বরং এটি নতুন করে জেগে ওঠার, ভালোবাসার, মানুষের পাশে দাঁড়ানোর সময়।”
তিনি আরও বলেন, “আমরা যদি সবাই মিলে সাম্য, সৌহার্দ্য ও সহমর্মিতার মূল্যবোধকে হৃদয়ে ধারণ করি, তবে আমাদের সমাজ হবে আরও সুন্দর, আরও মানবিক। নতুন বছরে আমি প্রতিজ্ঞা করি—মানবকল্যাণে, শিক্ষা ও সেবামূলক কাজের মাধ্যমে কাজ করে যাবো মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে।”
ভয়েস অফ ঢাকা ১৮ – সকল সংবাদ একসাথে