সর্বশেষ:
Home / রাজধানী / মোঃ আকরাম হোসেনঃ নির্যাতিত এক বিএনপি নেতা

মোঃ আকরাম হোসেনঃ নির্যাতিত এক বিএনপি নেতা

ডেস্ক রিপোর্টঃ আজ যাকে নিয়ে লিখবো তিনি মোঃ আকরাম হোসেন, উত্তরখান থানা যুবদলের সাবেক সহ-সভাপতি, বৃহত্তর উত্তরা মডেল থানা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও উত্তরা পশ্চিম থানা যুবদল আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী রেজিমের পুরো সময় জুড়েই তিনি দলের দায়িত্বশীল ছিলেন। এবং যথাযতভাবে তা পালন করেছেন।

নিয়মিত রাজপথের সকল প্রোগ্রামে স্ব-দল বলে উপস্থিত থেকেছেন। পুলিশি হয়রানী, মামলা হামলা মোকাবেলা করেছেন, ১৮ টি মিথ্যা মামলা খেয়েছেন, ৩ বার গ্রেফতার হয়ে ৬ মাসেরও বেশি সময় জেল খেটেছেন। আওয়ামী লীগ সরকারের অত্যাচার–নির্যাতনের কারণে গত ১৫ বছর নিজ ঘরে ঘুমাতে পারেননি, ব্যবসা বানিজ্য যা ছিলো তা আওয়ামী সন্ত্রাসীরা দখল করে নিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা নানাভাবে হয়রানী করতো সব মেনে নিয়েই দলের সাথে থেকেছেন, দলকে ও দেশকে বাচাতে নির্ভীকভাবে আন্দোলন সংগ্রামে লড়াই করেছেন।

৮ ফেব্রুয়ারি ২০১৮ দেশের এক কালোদিন, এদিন আওয়ামী লীগ দেশে অঘোষিত কারফিউ জাড়ি করে। দেশনেত্রি বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে নির্বিঘ্নে জেলে নেবার জন্য, কিন্তু তা সম্ভব হয়নি কারন বিএনপির জানবাজ সৈনিকেরা ও দেশের আপামর জনগন সেদিন কারফিউ ভেংগে রাজপথ দখলে নিয়েছিলো। যুবদল নেতা আকরাম হোসেন সেদিন অগ্রনী ভুমিকা রেখেছিলেন।
২০১৮ সালের ১৮ আসনের উপনির্বাচনের সময় নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা হয় উত্তরখানে। সেখানে সেই হামলায় যারা শিকার হয়েছেন তাদের মধ্যও ছিলেন আকরাম হোসেন।
ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন যখন থেকে একদফায় রুপ নেয় এবং দেশনায়ক তারেক রহমান যখন ছাত্রদের পাশে দাড়াবার নির্দেশনা দেন তখন থেকে বিজয়ের আগে পর্যন্ত রাজপথে ছিলেন যুবদলের এই নেতা।
দল ও দেশকে ভালোবেসে অনবরত আন্দোলন সংগ্রাম আকরামরা করেছেন বলেই আমরা আজ স্বৈরাচারী খুনী হাসিনার হাত থেকে মুক্ত হয়েছি।
অতীত কে ধরে রেখেই আমাদের আগামী দিনের পথ চলতে হবে। এখন অনেক নেতা যাদের গত ১৫ বছর চেহারাও দেখা যায়নি , আজ তারাই সামনের সাড়িতে। তাই বিএনপি নেতাদের সতর্কতার সাথে অতীত দেখে আগামীর নেতৃত্ব বাছাই করতে হবে।

Check Also

আসেফ বারী টুটুলের প্রতারণায় নিঃস্ব প্রবাসী রোকসানা ও আজাদ দম্পাতি : আত্মহত্যার হুমকি!

নিজস্ব প্রতিনিধিঃ আমেরিকায় আসেফ বারী টুটুলের প্রতারণায় নিঃস্ব হয়েছেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী রোকসানা মির্জা …