২৭ অক্টোবর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রাম ঐতিহ্য ও গৌরবের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের নেতাকর্মীদের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ও ঢাকা ১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী এম কফিল উদ্দিন আহমেদ । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক, সার্থক হোক।
শুভেচ্ছা বার্তায় এম কফিল উদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের রাজনৈতিক কর্মকান্ডে নেতৃত্ব বিকশিত করার লক্ষ্যে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রতিকূলতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগ্রামে রাজনৈতিক নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের ভূমিকা ছিলো প্রশংসনীয় অবদান ।
ভয়েস অফ ঢাকা ১৮ – সকল সংবাদ একসাথে