সর্বশেষ:
Home / খেলাধুলা / ব্রাদার্সের দায়িত্ব গ্রহণ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

ব্রাদার্সের দায়িত্ব গ্রহণ করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

ক্রিয়া প্রতিবেদকঃ

প্রয়াত ক্রীড়া সংগঠক সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবার ব্রাদার্সের দায়িত্ব গ্রহণ করেছেন। ইশরাক চাইছেন, ব্রাদার্স খেলাধুলার মাঠ আবার জেগে উঠুক। গতকাল বিকালে ব্রাদার্সের টেন্টে খেলোয়াড়দের জার্সি উন্মোচন এবং অনুশীলন শুরু করার দিনে ইশরাক বললেন, ‘আমরা এখন যারা দায়িত্ব নিয়েছি সবারই লক্ষ্য ব্রাদার্সকে সাফল্যের ধারায় ফিরিয়ে আনা। এবার ফুটবল দল গঠনে সময় ছিল না। তাই প্রথম টার্গেট রেলিগেশন এড়ানো হলেও আমরা এর চেয়ে ভালো দল করেছি। সামনে ফুটবল, ক্রিকেট দুই দলই ভালো হবে।’

Check Also

হকি রক্ষায় কমান্ডো বাহিনী

আর কোনো ছাড় নয়। হকিতে ক্লাবগুলোর ঔদ্ধত্য আচরণকে আর কোনোমতেই প্রশ্রয় দিতে রাজি নয় বাংলাদেশ …