ইব্রাহিম হাসান (হাসনাইন)ঃ উত্তরা আজমপুর ০৬ নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেন, ০৬ নম্বর সেক্টরবাসী ও সাধারণ ছাত্র জনতা। (০৪ই মার্চ) রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে উত্তরা আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদের গেটে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র জনতার প্রতিনিধি সাইফুল ইসলাম কাজল।তিনি বলেন, মসজিদ হল একটি পবিত্র অঙ্গন, এটা মুসলমানদের জন্য আবেগের স্থান। এখানে কোন অবৈধ মেলা হতে পারে না। আমাদের শরীরে তাজা রক্ত থাকতে এই মাঠে কোন মেলা হতে আমরা দিবো না।
মসজিদের পবিত্রতা রক্ষার্থে আমরা এলাকাবাসী ও ছাত্রজন আজ ঐক্যবদ্ধ, অনতিবিলম্বে মসজিদ কমিটির বিলুপ্তি চাই আমরা। স্থানীয় মুসল্লিগণ মনে করেন, মসজিদ কমিটি টাকার মাধ্যমে এই মেলার আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র নেতা, সাইফুল ইসলাম কাজল,মো.ফয়সাল আহমেদ, সাহানুর রহমান সোহানসহ প্রমুখ।
ভয়েস অফ ঢাকা ১৮ – সকল সংবাদ একসাথে