সর্বশেষ:
Home / শিক্ষা / তারুন্যদীপ্ত তরুন নেতৃত্বের প্রতিচ্ছবি যুবদল নেতা গাজী সাহিদুর রহমান জীম

তারুন্যদীপ্ত তরুন নেতৃত্বের প্রতিচ্ছবি যুবদল নেতা গাজী সাহিদুর রহমান জীম

ডেস্ক রিপোর্টঃ একজন নির্যাতিত বিএনপির ত্যাগী কর্মী গাজী সাহিদুর রহমান জীম। বৃহত্তর উত্তরা থানা যুবদলের সাবেক সহ সাধারন সম্পাদক ও উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এই গাজী জীম সুদীর্ঘ সময় ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জিবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পতাকাতলে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী ঝান্ডা ধারন করে রাজনীতি করে আসছেন।

ঢাকা ১৮ আসনের বিএনপির কান্ডারি , জনতার এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের হাত ধরে তিনি ছাত্র ও যুবদলের রাজনীতি শুরু করেন। তরুন বয়সেই রাজনৈতিক প্রজ্ঞা ও কর্মকাণ্ডে সবার নজর কেড়েছেন গাজী সাহিদুর রহমান জীম।
May be an image of 12 people, car and text
২০১২ সালে শুধুমাত্র জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারনে নিজ ক্যাম্পাস এশিয়ান ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত হয়েছিলেন গাজী জীম । বিগত আওয়ামীলীগ সরকারের পুরো সময়জুড়েই এক প্রকার পলাতক জীবন যাপন করতে হয়েছে অন্য সবার মতই তাকেও। মামলা খেয়েছেন, শিকার হয়েছেন পুলিশি হয়রানীর। কিন্তু রাজপথের সকল আন্দোলনেই সরব ছিলেন তিনি। হরতাল অবরোধের মত কর্মসূচিতেও তাকে সক্রিয় দেখা গেছে সব সময়।
২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সরাসরি রাজপথের আন্দোলনে অংশগ্রহণ করে ছাত্র আন্দোলনকে বেগবান করেছেন গাজী জীম। বৈষম্যবিরোধী ছাত্র- জনতার এক দফার আন্দোলনে তিনি একজন সক্রিয় কর্মী হিসেবে রাজপথে ছিলেন।
May be an image of 9 people, street and crowd
তারুন্যদীপ্ত তরুন নেতৃত্বের প্রতিচ্ছবি লক্ষ্য করা যায় এই যুবদল নেতা গাজী সাহিদুর রহমান জীমের মাঝে। দলের সাথে দীর্ঘ সময় ধরে আছেন এবং তার ইচ্ছে আজীবন দলের জন্য কাজ করে যাবেন। দলের জন্য তার ত্যাগ বিবেচনায় রেখে দল তাকে এই সেবা করার সুযোগ দেবে বলে তিনি আশাবাদী।

Check Also

আজমল হুদা মিঠুর বিরুদ্ধে জাগো নিউজের মিথ্যাচার, জনমনে মিশ্র প্রতিক্রিয়া

মিথ্যা সংবাদ প্রকাশ করে কি কারো জনপ্রিয়তা নষ্ট করা যায়? ডেস্ক রিপোর্টঃ গতকাল জাগো নিউজ …